পঞ্চখণ্ড আই ডেস্ক | অনুসন্ধানী প্রতিবেদন
বিএনপির সাম্প্রতিক পুনর্গঠনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হুমায়ুন কবির। গত ২২ অক্টোবর তাঁকে দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) পদে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এই নেতা ব্রিটিশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ও লন্ডন মেয়রের কার্যালয়ে কাজ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা জোরদার করতে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়।
একই সঙ্গে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে তিনি মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয়। সেখানে সাবেক এমপি এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর অবস্থান শক্ত হওয়ায় তাঁর উত্থান স্থানীয় রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করেছে। কেউ দেখছেন এটি নতুন প্রজন্মভিত্তিক কৌশল, কেউ বা মনে করছেন এটি কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রভাব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হুমায়ুন কবিরের পদায়ন বিএনপির আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনের অংশ। তবে তাঁর সামনে চ্যালেঞ্জ হলো—স্থানীয় রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করা এবং কেন্দ্রীয় দায়িত্বে কার্যকর নেতৃত্ব দেখানো। সব মিলিয়ে, তাঁর এই পদায়ন দলীয় কৌশল ও নেতৃত্বে প্রজন্মগত রূপান্তরের এক স্পষ্ট ইঙ্গিত।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯