পঞ্চখণ্ড আই ডেস্ক :
অবশেষে ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমতে যাচ্ছে। সরকার ঘোষণা করেছে, আর আলাদা করে নামজারির জন্য আবেদন করতে হবে না; এখন থেকে দলিল রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন হবে।
ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই অটোমেশন পদ্ধতি ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এবার এটি সারাদেশে চালু করা হচ্ছে। নতুন ব্যবস্থায় জমির দাতা ও ক্রেতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে—দাতা আসল মালিক কিনা, জমিতে বিরোধ আছে কিনা, জমাখারিজ বা খতিয়ান হালনাগাদ আছে কিনা—সব কিছুই একসাথে নিশ্চিত হবে।
যাচাই সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দলিল রেজিস্ট্রির মাধ্যমে ভূমি অফিস থেকে ‘গ্রিন সিগন্যাল’ যাবে, এবং মুহূর্তেই নতুন মালিকের নামে নামজারি হয়ে যাবে। অর্থাৎ, আর আলাদা আবেদন বা দৌড়ঝাঁপের প্রয়োজন থাকবে না।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বয়ংক্রিয় নামজারি প্রক্রিয়ায় দুর্নীতি ও হয়রানির সুযোগ বন্ধ হবে। আগে যেখানে ঘুষ, দেরি ও অস্পষ্টতার কারণে বছরের পর বছর ভোগান্তি চলত, এখন একবার দলিল রেজিস্ট্রি করলেই ভূমি মালিক পাবেন খতিয়ান, হোল্ডিং নম্বর ও খাজনা প্রদানের পূর্ণাঙ্গ কাগজপত্র একসঙ্গে।
ভূমি উপদেষ্টা মন্তব্য করেছেন, “এই বছরের মধ্যেই ভূমি মালিকরা নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থার সুফল পাবেন। এটি কার্যকর হলে নামজারি সংক্রান্ত দুর্নীতি, দেরি ও হয়রানি চিরতরে বন্ধ হবে।”
নতুন ব্যবস্থার কার্যক্রম শুরু হলে ভূমি অফিসে বছরের পর বছর ঝুলে থাকা আবেদন ও জনগণের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯