পঞ্চখণ্ড আই ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামীকাল ২৭ অক্টোবর ২০২৫-এর মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল দাখিলের নির্দেশ দিয়েছে। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ইএফটি (EFT) মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে এবং জুলাই পর্যন্ত অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে। আগস্ট মাস থেকে বিল সাবমিট প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে চালু করা হয়েছে।
এজন্য প্রতিষ্ঠান প্রধানদের apps.emis.gov.bd ওয়েবসাইটে লগ-ইন করে তাদের প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত তথ্য হালনাগাদ ও বিল দাখিল করতে হবে। প্রতিটি শিক্ষক ও কর্মচারীর প্রাপ্য এমপিও নির্ধারণ করে আলাদাভাবে বিল সাবমিট করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।
এছাড়া, নিহত বা পদত্যাগকারী শিক্ষক-কর্মচারীর প্রাপ্যতা, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তনের তথ্যও সঠিকভাবে দাখিল করতে হবে। ভুল তথ্যের কারণে এমপিও অর্থ ইএফটিতে প্রেরণ ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে, বলা হয়েছে আদেশে।
মাউশি সব প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত সময়সীমার মধ্যেই বিল সাবমিট করে নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯