পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
সম্মানিত বিয়ানীবাজার উপজেলাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা আইনত বাধ্যতামূলক। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেটের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী সাত (০৭) দিনের মধ্যে ০১ বছরের কম বয়সী সকল শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুবরণকারী ব্যক্তিদের মৃত্যু নিবন্ধন জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে এক বছরের বেশি বয়সী শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর পর নির্দিষ্ট সময়ের বাইরে মৃত্যু নিবন্ধন আর করা যাবে না।
এছাড়া জন্ম নিবন্ধন সনদ ছাড়া শিশুর টিকা গ্রহণ, বিদ্যালয়ে ভর্তি কিংবা পাসপোর্ট তৈরি করা সম্ভব হবে না বলে উল্লেখ করা হয়েছে।
জনসচেতনতামূলক এ নির্দেশনাটি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর অফিসিয়াল ফেসবুক টাইমলাইনে প্রচারিত হয়েছে, যাতে সাধারণ জনগণ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।
অতএব, জনস্বার্থে বিয়ানীবাজার উপজেলার সকল নাগরিককে অনুরোধ করা হচ্ছে, দ্রুত নিজ নিজ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সংশ্লিষ্ট নিবন্ধন দপ্তরে যোগাযোগ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করুন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯