1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আজ বিয়ানীবাজার মুক্ত দিবস নীরবতার শক্তি: আত্মশুদ্ধি ও সামাজিক শান্তির পথ কঠোর ভিসা নীতিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো: বাংলাদেশ–পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি কার্যত বন্ধ বিয়ানীবাজার উপজেলা স্কাউট সভাপতি ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি বিয়ানীবাজারে ইউএনও’র বিদায় সংবর্ধনা—শিক্ষক সমাজের সম্মাননা ও শুভেচ্ছা বিয়ানীবাজারের নতুন ইউএনও হিসেবে উম্মে হাবিবা মজুমদার পদায়ন চারখাইবাসীর শোক: প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. সরওয়ার আহমদ আর নেই টাকা ভিক্ষা করেও পাওয়া যায়, তবে সম্মান নয়

টিকিটের পেছনে টাকার খেলা: সিলেট স্টেশনে র‍্যাবের অভিযানে উন্মোচিত কালোবাজারি সিন্ডিকেট

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
সিলেট রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট নিয়ে চলছে গোপন এক কালোবাজারি সিন্ডিকেট। অনলাইন টিকিট খোলার কয়েক মিনিটের মধ্যেই সেগুলো উধাও—কিন্তু পরে সেগুলোই বিক্রি হচ্ছে কয়েকগুণ দামে। এই অনিয়মের শিকড় খুঁজতে র‍্যাব-৯ শুরু করেছে বিশেষ অভিযান, যার কেন্দ্রবিন্দু এখন সিলেট স্টেশন।

র‍্যাবের অভিযান শুরু হয় শুক্রবার। শনিবার ভোরে আবারও ঘিরে ফেলা হয় পুরো স্টেশন এলাকা। মূল গেট থেকে শুরু করে পেছনের প্রবেশপথ পর্যন্ত ছিল কঠোর নজরদারি। যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হয়, অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক জরিমানা। র‍্যাবের হিসাব বলছে, প্রথম দিনেই পাহাড়িকা, পারাবত ও উদয়ন এক্সপ্রেসে বিভিন্ন অনিয়মে ২৫ জন যাত্রীকে মোট ১৫,০০০ টাকার বেশি জরিমানা করা হয়েছে।

অভিযানে দেখা যায়—কালোবাজারিরা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে সাধারণ যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। কিছু যাত্রী সেই টিকিট নিয়ে পেছনের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলেও র‍্যাবের নজরদারিতে ধরা পড়েন। রেলকর্মী বা রেল পুলিশের একটি অংশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়েও শুরু হয়েছে অনুসন্ধান।

র‍্যাব-৯ জানায়, এ অভিযান কেবল টিকিট বেচাকেনার অনিয়ম ঠেকানো নয়; বরং রেল পরিবহনে স্বচ্ছতা ফিরিয়ে আনা, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ চক্র ভেঙে দেওয়া তাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যাবের এই তৎপরতা এখন সিলেটবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু।

যাত্রীরা বলছেন, টিকিট পেতে হিমশিম খাওয়ার দিন শেষ হোক—তারা চান স্থায়ী সমাধান। র‍্যাবের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, সরকারি প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো উৎস থেকে টিকিট না কেনার জন্য এবং সন্দেহজনক বিক্রির তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনে এখনো অভিযান চলছে। অনিয়মের অন্ধকার থেকে রেল ব্যবস্থাকে মুক্ত করতে র‌্যাবের এ পদক্ষেপ যে একটি নজির, তা বলাই যায়—তবে প্রশ্ন রয়ে গেছে, এই অভিযান কতটা স্থায়ী পরিবর্তন আনতে পারবে?

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট