পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক:
চারখাই ইউনিয়নের ঐতিহ্যবাহী বায়তুল মুহতরম জামে মসজিদের প্রথম তলার অসমাপ্ত নির্মাণকাজ বাস্তবায়নের লক্ষ্যে লন্ডনের “কেসি সলিসিটর্স”-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর ২০২৫, সোমবার বিকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই সভায় চারখাই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শামীম চৌধুরী ও শাহেদ চৌধুরী।
সভায় ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীর প্রস্তাবনায় এবং উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, মসজিদের প্রথম তলায় প্রায় ৩৫০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে। প্রতিটি নামাজের জায়গা (মুসল্লা) নির্মাণের ব্যয় নির্ধারণ করা হয় ১০,০০০ টাকা। উপস্থিত ব্যক্তিবর্গ দেশ ও প্রবাসের চারখাইবাসীদের এই মহৎ কাজে অংশগ্রহণের আহ্বান জানান, যাতে দ্রুততম সময়ে মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্ন করা যায়।
সভায় বক্তারা বলেন, বায়তুল মুহতরম জামে মসজিদ চারখাই বাজারের ধর্মীয় ও সামাজিক জীবনের প্রতীক। এর নির্মাণকাজ সম্পন্ন করা প্রতিটি মুসলমানের জন্য সওয়াবের কাজ। তারা বলেন, আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণকারীদের প্রতি আল্লাহ সুবহানাহু তায়ালা বিশেষ পুরস্কার প্রদান করবেন।

সভায় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য—গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. কুদ্দুস, সহসভাপতি হেলাল চৌধুরী, জাবেদ চৌধুরী ও মনসুর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী ও জিবার হোসেন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী মিনু, বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান খসরু, প্রবীণ রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্ব সাহাব উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি ও দানবীর মাহবুব মুর্শেদ চৌধুরী, রফিক উদ্দিন, ও সিরাজ উদ্দিন। এছাড়া EHN সংগঠনের সভাপতি সাবের আহমেদ, সহসভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক নাজিম চৌধুরী ও কোষাধ্যক্ষ আলী শাহজাহান উপস্থিত ছিলেন।
সভায় মসজিদের ভিত্তি থেকে বর্তমান পর্যায় পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, অচিরেই মসজিদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফান্ড রাইজিং কার্যক্রম শুরু করা হবে, যাতে দেশ-বিদেশের সবাই সহজেই এই মহৎ কাজে অংশ নিতে পারেন।
সভা শেষে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়—
“আল্লাহ সুবহানাহু তায়ালা এই মসজিদ নির্মাণে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের দান কবুল করুন এবং অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার তাওফিক দান করুন-আমিন।"
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯