নিজস্ব প্রতিবেদক, পঞ্চখণ্ড আই.কম :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করেছে। বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এই নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অথবা পুরনো প্রোফাইল হালনাগাদ করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষে আর কোনো প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন বা প্রোফাইল আপডেট করতে পারবে না।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো প্রতিষ্ঠান ই-রিকুজিশন (অনলাইন চাহিদা) দিতে পারবে না। আর ই-রিকুজিশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএর বিবেচনায়ও আসবে না। এনটিআরসিএ নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করে থাকে। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানকে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ই-রিকুজিশনের মাধ্যমে শূন্যপদের তথ্য জমা দিতে হবে।
সংস্থাটি জানিয়েছে, কোনো অবস্থাতেই অফলাইনে, হার্ডকপি বা ই-মেইলে শূন্যপদের চাহিদা গ্রহণ করা হবে না। শুধুমাত্র এনটিআরসিএর ওয়েবসাইট বা নির্ধারিত টেলিটক লিংকের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় চাহিদা জমা দিতে হবে।
ই-রেজিস্ট্রেশনের যোগ্যতার বিষয়ে নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত ইআইআইএন নম্বরধারী, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিওভুক্ত হতে হবে। যেসব প্রতিষ্ঠান প্রথমবার ই-রেজিস্ট্রেশন করতে চায়, তাদের প্রধানকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও)–এর মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ইউএসইও যাচাই করবেন প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর, পাঠদানের অনুমতিপত্র, একাডেমিক স্বীকৃতি ও এমপিওভুক্তির তথ্য। যাচাই শেষে তিনি নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) বা ngi.teletalk.com.bd–এ লগইন করবেন।
প্রতিটি ইউএসইও তাদের প্রোফাইল হালনাগাদ করার পর নতুন প্রতিষ্ঠান যুক্ত করতে পারবেন Add More Institute অপশনের মাধ্যমে। এতে তথ্য সংরক্ষণের পর ২৪ ঘণ্টার মধ্যে টেলিটক থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে এসএমএসে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর প্রতিষ্ঠানপ্রধান নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পূরণ করবেন—যেমন প্রতিষ্ঠানের ধরন, এমপিও স্ট্যাটাস, প্রধান ও চেয়ারম্যানের নাম, জন্মতারিখ, এনআইডি, মোবাইল নম্বর, স্বাক্ষর, ছবি ও প্রয়োজনীয় স্ক্যান কপি।
এনটিআরসিএ জানিয়েছে, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইটের “ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা” মেনুতে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে—ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শূন্যপদের তথ্য পাঠাতে পারবে না এবং তাদের আবেদন শিক্ষক নিয়োগের বিবেচনায়ও নেওয়া হবে না।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯