পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার অমর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২৩, ২৬ ও ২৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ২টায় উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩০ অক্টোবর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে।
নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, নির্বাচনী তফসিল নোটিশ বোর্ডে প্রকাশ, মনোনয়নপত্র সরবরাহ ও গ্রহণ, ভোটগ্রহণে প্রশাসনিক সহায়তা প্রদান এবং নির্বাচনী উপকরণ সংরক্ষণের দায়িত্ব প্রদান করা হয়েছে।
একই সঙ্গে নির্বাচন বিধিমালা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান নির্বাচনী কাজে অবহেলা বা গাফিলতি করলে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও নির্বাচনসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দাসউরা উচ্চ বিদ্যালয়ের এই ম্যানেজিং কমিটি নির্বাচন উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯