তিলপারা ইউপির সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন আর নেই
পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের দাসউরা (সারংবাড়ী) গ্রামের কৃতি সন্তান, তিলপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দাসউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির প্রাক্তন সভাপতি মোঃ এমাদ উদ্দিন আর নেই। তিনি মরহুম আব্দুল হাই-এর সন্তান।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাত ৭টা ৩০ মিনিটে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
মরহুমের জানাজার নামাজ আজ শনিবার (১১ অক্টোবর) বেলা ২টা ১৫ মিনিটে দাসউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মোঃ এমাদ উদ্দিন জীবদ্দশায় স্থানীয় রাজনীতি, শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ছিলেন অত্যন্ত সক্রিয়। তিলপারা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর সততা, নিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন।
শিক্ষাজীবনে তিনি এমাদ উদ্দিন আল-এমদাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সিলেটের এমসি কলেজে বাংলা অনার্সে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পঞ্চখণ্ড আই পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯