পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীধরা গ্রামের কৃতী কন্যা রহিমা বেগম এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশের (NYPD) একজন গর্বিত সদস্য। তিনি ২০২২ সালে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে অফিসার হিসেবে যোগ দিয়ে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
রহিমা বেগম সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অধ্যয়নরত অবস্থায় ২০১৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতায় তিনি আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী NYPD-তে যোগদানের যোগ্যতা অর্জন করেন।
চার ভাই-বোনের মধ্যে রহিমা বড়। তিনি শ্রীধরা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস শুক্কুর-এর কন্যা। তার এই সাফল্যে পিতা-মাতা ও পরিবারের সদস্যরা যেমন গর্বিত, তেমনি গর্বিত পুরো শ্রীধরা গ্রাম এবং বিয়ানীবাজারবাসী।
শ্রীধরা জনমঙ্গল সমিতি ইউএসএ ইনক-এর পক্ষ থেকে রহিমা বেগমের সাফল্যে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সমিতির সেক্রেটারি আতিকুর রহমান এক বিবৃতিতে বলেন—
“রহিমা বেগমের এই অর্জন আমাদের শ্রীধরা গ্রামের গর্ব। প্রবাসে বসবাসরত তরুণ প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। আমরা তার আরও সাফল্য কামনা করি।”
রহিমা বেগম বর্তমানে দায়িত্বের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তরুণদের অনুপ্রেরণা জোগাতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার এই অর্জন শুধু একটি পরিবারের নয়—বরং পুরো শ্রীধরা গ্রাম, বিয়ানীবাজার ও বাংলাদেশের গর্বের প্রতিচ্ছবি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯