পঞ্চখণ্ড আই ডেস্ক :
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক, উপপ্রধান, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে কিছুই রইল না ম্যানেজিং কমিটির হাতে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে নিয়োগের সরকারি নীতিমালা চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে হবে। নতুন নীতিমালা অনুসারে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এ. জে. এম. মোসাদ্দেক আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাই কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজ উদ্যোগে এ ধরনের পদে নিয়োগ দিতে পারবে না।
চিঠির অনুলিপি সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, এনটিআরসিএ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯