পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারে চিকিৎসা শিক্ষার্থীদের ঐক্যের এক নতুন অধ্যায় রচিত হলো। উপজেলার সব মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বিয়ানীবাজার’। মানবসেবা, ঐক্য ও সামাজিক দায়িত্ববোধকে মূল আদর্শ হিসেবে ধারণ করে গঠিত এ সংগঠনকে ভবিষ্যৎ চিকিৎসকদের এক নতুন যাত্রা হিসেবে দেখা হচ্ছে।
গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সংগঠনটির ৩৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের কোষাধ্যক্ষ ডা. ফাহিম হাসান নবগঠিত কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর দে এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাদি মোহাম্মদ আকাশ। সহ-সভাপতি পদে রয়েছেন ফাহমিদা ইবনাত, মাইশা ফারহাত, তাসনিম জামান রিমা ও মারজানা জান্নাত। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামান্থা হক ও নাজিয়া মালিক খান। সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মাহির, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুম মনিরা; প্রকাশনা সম্পাদক মিনহাজ আমান, সহ-প্রকাশনা সম্পাদক সামিয়া হোসেন; অর্থ সম্পাদক রেজাউল করিম, সহ-অর্থ সম্পাদক আসমা তাবাসসুম আঁখি; দপ্তর সম্পাদক তাওসিফ মাহতাব মাশরাফি, সহ-দপ্তর সম্পাদক তাজরিমিন আজাদ; ক্রীড়া সম্পাদক আহসান হাবিব রুম্মান, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত; সাংস্কৃতিক সম্পাদক হুমায়রা মজুমদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক ঐশ্বর্য দে ঐশী; অনুষ্ঠান আয়োজন সম্পাদক মাহমুদুল ইসলাম, সহ-অনুষ্ঠান আয়োজন সম্পাদক হাবিবা সেজুতি; ছাত্রকল্যাণ সম্পাদক তাবাসসুম তিলাত, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস হাদিয়া; সাহিত্য সম্পাদক জাবরুন নাহার রাশেদা, সহ-সাহিত্য সম্পাদক সামিয়া ইসলাম; লাইব্রেরি সম্পাদক আহমেদ রিফাত জারিফ, সহ-লাইব্রেরি সম্পাদক আবুল ফজল আমাল; স্বাস্থ্য সম্পাদক আসরাফুল ইসলাম, সহ-স্বাস্থ্য সম্পাদক ফারজানা ইয়ামিন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শিফাত বিন আজাদ, চৌধুরী তাসনিম শাহরিয়ার, মোহাম্মদ নাফিস খান, জাহেরা বেগম, আবু সায়েদ তাহফিম, নিশাত তাসনিম, ইশমাম আহমেদ ও মাইশা উদ্দিন।
ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শিব্বির আহমেদ সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা. শাহিদ আহমদ তুহিনসহ চিকিৎসক সমাজের অনেকেই। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডাক্তার হওয়ার মানে কেবল চিকিৎসা জ্ঞান অর্জন নয়, বরং মানবসেবার চেতনা ও নৈতিকতার চর্চাও জরুরি। তাঁদের মতে, এ সংগঠনের সদস্যরা ভবিষ্যতে মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তাঁরা চান বিয়ানীবাজার ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে। চিকিৎসা শিক্ষার্থীদের এই ঐক্য ভবিষ্যতে বড় শক্তি হয়ে উঠবে বলে তাঁদের বিশ্বাস। তাঁরা সংগঠনের কার্যক্রমে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পঞ্চখণ্ড আই-পরিবারের অভিনন্দন
বিয়ানীবাজারের চিকিৎসা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার এই মহৎ উদ্যোগে বিয়ানীবাজারের সংবাদ, সংস্কৃতি ও সমাজের নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পঞ্চখণ্ড আই পরিবার নবগঠিত ‘মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বিয়ানীবাজার’-এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।
আমরা বিশ্বাস করি, মানবসেবা ও নৈতিকতার চেতনায় গঠিত এই সংগঠন ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে দায়িত্ববোধ, সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে। চিকিৎসা পেশা কেবল জ্ঞানের নয়—এটি এক অনন্য মানবসেবার অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়নের পথে সংগঠনের নেতৃত্ব বিয়ানীবাজার তথা দেশের চিকিৎসা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমাদের প্রত্যাশা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯