পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে শিশু-কিশোর, মেডিসিন, গাইনী, চক্ষু, বাত-ব্যথা, নাক-কান-গলা ও সার্জারিসহ নানা রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা: মাসুম আহমদ, ডা: আবুল ফয়েজ আলী আহমদ রুবেল, ডা: জাহিদ হোসেন, ডা: আবু ইসহাক আজাদ, ডা: শিব্বীর আহমদ সোহেল, ডা: মো: আব্দুল্লাহ ছায়ীদ, ডা: মো: শরীফ উদ্দিন, ডা: মো: আজহারুল ইসলাম রানা, ডা: ফাহিমা শিরিন, ডা: খায়রুল বাশার রোমান, ডা: কবির আহমদ, ডা: সালাউদ্দিন মাহমুদ, ডা: মো: শাহীদ আহমদ তুহিন, ডা: জুনাঈদ আহমদ, ডা: ফাহিম হাসান, ডা: শাকিলা আহমদ, ডা: আবুল কাশেম আলী আহমদ পাভেল, ডা: কামরান হোসেন, ডা: এম এ রহমান প্রমুখ।
বিয়ানীবাজার চিকিৎসক পরিষদের সভাপতি ডা: মাসুম আহমদ জানিয়েছেন, ভুল চিকিৎসা ও ভুয়া চিকিৎসকদের হাত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “চিকিৎসক পরিষদের পক্ষ থেকে প্রতি মাসে এরকম সেবা দানের প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।”
চিকিৎসক পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবিক ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় অসহায় ও প্রান্তিক মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯