পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তর সরজমিন পরিদর্শন করেছেন। তিনি উপজেলা প্রশাসন, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স ও পূজা মণ্ডপসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “বিয়ানীবাজারে চিকিৎসক, নার্স ও জনবল সংকট রয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে দ্রুতই সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণ করা হবে।”
দাসগ্রামের পূজা মণ্ডপ ঘুরে দেখে তিনি আরো বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসন কাজ করছে। সবাইকে নিয়ে সিলেটকে নতুনভাবে সাজাতে চাই।”
এসময় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান, থানা অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯