পঞ্চখণ্ড আই ডেস্ক :
বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে সভাপতি হওয়ার সুযোগ শুধুমাত্র সরকারি চাকরিজীবী কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নবম গ্রেড ও এর ওপরের চাকরিতে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে। এর পরদিন, ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ নভেম্বর সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।
আন্ত শিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, পরিচালনা পর্ষদের বিদ্যমান প্রবিধানমালায় শুধু সভাপতি পদের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। অন্য পদগুলো আগের মতোই বহাল থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯