পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট নগরীতে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা সরাতে জেলা প্রশাসন ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে অবৈধ অটোরিকশা ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযানের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পর অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জেল-জরিমানার পাশাপাশি এসব অটোরিকশা জব্দ করে ডাম্পিং করা হবে।
জেলা প্রশাসক জেলা মো. সারওয়ার আলম বলেন, “সিলেট নগরে বৈধ সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ১৯ হাজার। তবে অবৈধ অটোরিকশার সংখ্যা তার চেয়েও বেশি। এসব যানবাহন চলাচলের অনুমতি নেই। চালকদের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর পর যেসব অটোরিকশার বৈধ লাইসেন্স থাকবে না, সেগুলো শহর থেকে সরিয়ে দিতে হবে।”
জেলা প্রশাসক আরও জানিয়েছেন, অবৈধ অটোরিকশাগুলোকে নগর থেকে সরিয়ে বিভিন্ন উপজেলায় পাঠানো হবে। তিনি বলেন,
“আমরা কারও জীবিকা নিয়ে অমানবিক হতে চাই না। তবে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অবৈধ যানবাহন বন্ধ করতেই হবে।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯