জুড়ি সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদা আক্তার (২২) নামের এক কলেজছাত্রী। তিনি বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে এবং জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের নিয়মিত ছাত্রী ছিলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডিগ্রি ফাইনাল বর্ষের প্রথম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওইদিন বিকেল ৫টার দিকে জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা শেষ করে ফরিদা তার ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চালবন এলাকায় একটি কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ তার মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সিলেটের পথে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফরিদা আক্তার মৃত্যুবরণ করেন।
তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমেদ গভীর শোক প্রকাশ করে বলেন, “ফরিদা আমাদের কলেজের একজন নিয়মিত ও মেধাবী ছাত্রী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দেন।”
ফরিদার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় শোকের মাতম চলছে এবং সকলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, সোমবার রাতে তারা এ দুর্ঘটনার খবর পান এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯