পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার ঘটনায় আদালত তাকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন। সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এই আদেশ দেন।
মামলাটি করেছেন বরখাস্ত হওয়া শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন। বাদীপক্ষের আইনজীবী এ এইচ ইরশাদুল হক জানান, আদালত বরখাস্ত আদেশকে ‘এখতিয়ারবহির্ভূত ও বেআইনি’ আখ্যা দিয়ে ডিসিকে শোকজ করেছেন।
ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। ওই দিন নতুন প্রিন্সিপাল দায়িত্ব নেওয়ার পর দুই সিনিয়র শিক্ষক নিজেদের উদ্যোগে ভাইস প্রিন্সিপাল (নারী ও পুরুষ) হিসেবে দায়িত্ব নেন। অভিযোগ রয়েছে, তারা কোনো বৈধ নিয়োগপত্র ছাড়াই পদ গ্রহণ করে স্কুলের ওয়েবসাইটে পদবির হালনাগাদ করেন এবং স্থানীয় দৈনিকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এ ঘটনায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসক সারওয়ার আলম তাদের সাময়িক বরখাস্ত করেন।
গণমাধ্যমে প্রতিক্রিয়ায় ডিসি সারওয়ার বলেন, বৈধ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পদ গ্রহণ বেআইনি। সার্ভিস রুলস ভঙ্গ করায় বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষকেরা আদালতের দ্বারস্থ হন। এরপর আদালত ১১ সেপ্টেম্বর ডিসিকে শোকজ নোটিশ জারি করেন।
ডিসি সারওয়ার আলম জানিয়েছেন, তিনি আদালতের নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেবেন। তিনি দাবি করেন, সিদ্ধান্ত আইন অনুযায়ীই নেওয়া হয়েছে। এ ঘটনায় সিলেটের শিক্ষা মহল ও প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯