সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বিয়ানীবাজার সরকারি কলেজে দীর্ঘ ২৬ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই। ১৯৯৯ সালের পর থেকে এ প্রক্রিয়া বন্ধ থাকায় শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এই কলেজে নেতৃত্বশূন্যতা শুধু সাংগঠনিক কার্যক্রমকেই নয়, বরং সামগ্রিক শিক্ষার পরিবেশকেও স্থবির করে দিয়েছে।
ছাত্র সংসদ যেখানে সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, ভ্রমণ, জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানসহ নানা কার্যক্রমের প্রাণকেন্দ্র হওয়ার কথা, সেখানে তা না থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত। আবাসন সংকট, যাতায়াত সমস্যা, বহিরাগতদের অনুপ্রবেশসহ নানা ইস্যু সমাধানের জন্যও কোনো নেতৃত্ব নেই। অথচ প্রতি বছর ভর্তি ও সেশন ফি’র সঙ্গে ছাত্র সংসদ ফি আদায় করা হয়, যা শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষা মন্ত্রণালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা না থাকায় তারা নির্বাচন আয়োজন করতে পারছেন না। তবে প্রশ্ন হলো, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কি এড়ানো যায়?
আজ যখন দেশের বিভিন্ন স্থানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরদার হচ্ছে, তখন বিয়ানীবাজার সরকারি কলেজেও এর আয়োজন সময়ের দাবি। কারণ ছাত্র সংসদ কেবল রাজনীতির অঙ্গন নয়; এটি নেতৃত্ব গঠনের জায়গা, যেখানে গড়ে ওঠে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯