পঞ্চখণ্ড আই ডেস্ক: দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।
ভিপি পদে জিতু পেয়েছেন ৩,৩২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২,৩৭৯ ভোট। জিএস পদে মাজহারুল ইসলাম পেয়েছেন ৩,৯৩০ ভোট, আর ঐক্য ফোরামের আবু তৌহিদ সিয়াম পেয়েছেন ১,২৩৮ ভোট।
শীর্ষ পদগুলোতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জয়ী হয়েছেন আবু উবায়দা উসামা। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জয় পেয়েছেন শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র) এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন রায়হান উদ্দিন। নাট্য সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রুহুল ইসলাম। ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন জাতীয় দলের ফুটবলার মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র) এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহাদী হাসান ও ফারহানা লুবনা। আইটি ও গ্রন্থাগার পদে রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়নে আহসান লাবিব, তৌহিদ ইসলাম ও নিগার সুলতানা নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হুসনি মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তানভীর রহমান।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারী ক্যাটাগরিতে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন ও নুসরাত জাহান ইমা এবং পুরুষ ক্যাটাগরিতে হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা ও মোহাম্মদ আলী চিশতী (বাগছাস)। ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনে অংশ না নেওয়ার পরও ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ৬৪৮ ভোট এবং জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ৯৪১ ভোট পেয়েছেন।
মোট ভোটার ছিলেন ১১,৮৯৭ জন, এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেছেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন এবং ২১টি হল সংসদের ৩১৫টি পদে ৪৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন চলাকালে মোট আটটি প্যানেল অংশ নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য প্যানেলগুলো হলো ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, প্রগতিশীল শিক্ষার্থীদের প্যানেল সম্প্রীতির ঐক্য এবং ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট।
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই জাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯