পঞ্চখণ্ড আই ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা সহ দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি ও নিয়োগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির স্থলে বোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটি ও নিয়োগ কমিটি কার্যক্রম পরিচালনা করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়—
● সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির মেয়াদ শেষ হলে বোর্ডের অনুমোদনক্রমে নতুন এডহক কমিটি বা নিয়োগ কমিটি দায়িত্ব নেবে।
● নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এডহক কমিটি সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করবে।
● বোর্ড অনুমোদিত কমিটির সিদ্ধান্ত কার্যকর হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কমিটির নির্দেশনা মেনে চলবেন।
● আগামী ১লা ডিসেম্বর ২০২৫ থেকে সকল এডহক কমিটি বিলুপ্ত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৫ শাখা) সাইফুল এ ওয়াহেদ মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে তাৎক্ষণিকভাবে নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯