পঞ্চখণ্ড আই ডেস্ক:
সিলেটের বর্তমান জেলা প্রশাসক সরোয়ার আহমদকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (গতকাল) নিজের ফেসবুক টাইমলাইনে তিনি দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে সরোয়ার একসময় দেশজুড়ে প্রশংসিত হলেও পরবর্তীতে শক্তিশালী দুর্নীতিবাজ চক্রের বিরাগভাজন হয়ে পদোন্নতি থেকে বঞ্চিত হন এবং গুরুত্বহীন পদে বদলি হন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। সেখানে কোভিডের শেষদিকে প্রবাসগামী কর্মীদের টিকা নিয়ে সৃষ্ট অচলাবস্থায় তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ড. নজরুল লেখেন, “অবরুদ্ধ কর্মীরা তখন শুধু সরোয়ারের কথাতেই আশ্বস্ত হন। তিনি আশ্বাস দেওয়ার পরই অবরোধ তুলে নেয় তারা। মন্ত্রী-সচিব সবাই স্বস্তি পান।”
নিজের অভিজ্ঞতার বর্ণনায় তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর আলোচনার টেবিলে সরোয়ারের আগ্রহ ও সক্রিয়তা তাকে মুগ্ধ করেছিল। সেখান থেকেই তাকে নিজের একান্ত সহকারী (পিএস) হিসেবে বেছে নেন তিনি। ড. নজরুলের ভাষায়, “সরকারি অফিসাররা সাধারণত যান্ত্রিকভাবে কাজ করেন। কিন্তু সরোয়ার ব্যতিক্রম ছিলেন। ডিজিটাল ছাড়পত্র, মালয়েশিয়ায় শ্রমিকদের মাল্টিপল ভিসা, জাপান ও কোরিয়ার শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী লাউঞ্জ স্থাপনসহ নানা সংস্কারে তার সার্বক্ষণিক সহায়তা ছিল।”
তিনি আরও লিখেন, সিলেটে জেলা প্রশাসক হিসেবে সরোয়ারের নিয়োগে স্থানীয়দের আনন্দ ছিল চোখে পড়ার মতো। তবে ব্যক্তিগত কষ্টের জায়গাও শেয়ার করেন ড. নজরুল। তার মতে, “রাজনীতির ধারেকাছেও না থাকা আপাদমস্তক পেশাদার মানুষ সরোয়ার। তবু তার বিরুদ্ধেও অপপ্রচার হয়েছে, যা দুঃখজনক।”
স্ট্যাটাসের শেষ অংশে ড. নজরুল লিখেছেন, “সারওয়ার আপনাকে মিস করি। দোয়া করি, জুনিয়র অফিসাররা আপনাকে দেখে শিখুক। সততা, সাহস আর কর্মনিষ্ঠার জন্য শুধু সিলেট নয়, সারাদেশের মানুষ ভালোবাসে আপনাকে। আমাদের আশাবাদী থাকার এটাও একটি কারণ।”
এভাবেই এক সহকর্মীর সততা, সাহসিকতা ও কর্মনিষ্ঠার প্রতি অনন্য ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন ড. আসিফ নজরুল।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯