পঞ্চখণ্ড আই ডেস্ক :
চারদিনের অপেক্ষার পর সিলেটের কানাইঘাটের আবদুর রহমানের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাত ১টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহণ করে।
নিহত আবদুর রহমান কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। গত ২৯ আগস্ট শুক্রবার দুপুরে ডোনা সীমান্তের ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয়দের অভিযোগ, বিএসএফের গুলিতেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই বিজিবি লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে আনুষ্ঠানিক বার্তা পাঠায়। কিন্তু ময়নাতদন্তের নামে বিএসএফ লাশ হস্তান্তরে সময়ক্ষেপণ করে।
অবশেষে সোমবার দিবাগত রাত ১টার দিকে সীমান্তের শূন্যরেখায় কফিনবন্দি লাশ নিয়ে আসে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও কানাইঘাট থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহণ করে।
কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, লাশ ফেরত দেওয়ার খবর পেয়ে সোমবার সন্ধ্যা থেকেই বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে অপেক্ষায় ছিলেন। গভীর রাতে আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশ লাশ গ্রহণ করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯