জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৯ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির দায়িত্বাধীন ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বেটনোভেট-এন ক্রিম ১৯ হাজার ৪০ পিস উদ্ধার করা হয়। জব্দকৃত ঔষধের বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,
“দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। জনগণের সহযোগিতা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।”
বিজিবি জানায়, জব্দকৃত ঔষধ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, বিজিবির এ সফল অভিযান সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় নতুন আস্থা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে সীমান্ত আরও নিরাপদ হবে এবং সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯