পঞ্চখণ্ড আই ডেস্ক :
ভিপি নূরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজ বিয়ানীবাজারে গণঅধিকার পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গণমানুষের শক্তি, ঐক্য ও ন্যায়ের দাবিকে সামনে তুলে ধরেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা সদস্য সচিব পংকজ কুমার চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি তাজ উদ্দিন, সদস্য সচিব সোহেল আহমদ, মোহাম্মদ অলি আহমদ, সহ-সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, সিলেট জেলা, গণঅধিকার পরিষদের নেতা বিবেকানন্দ দাস (বিবেক)সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“আজকের কর্মসূচিতে আপনারা যে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের শক্তি, ঐক্য ও ন্যায়ের দাবিকে সবার সামনে তুলে ধরেছেন, তা সত্যিই অনন্য এবং প্রশংসনীয়। আপনাদের দৃঢ় অবস্থান, ধৈর্য ও সাহস আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। আপনারা প্রমাণ করেছেন—গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে কোনো বাধা-বিপত্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না।”
তিনি আরও বলেন,
“আমরা বিশ্বাস করি, জনগণের শক্তি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে জয়ী হবে। আমরা ভিপি নূরের দ্রুত সুস্থতা এবং আহত সকলের আরোগ্য কামনা করছি। পাশাপাশি এই বর্বরোচিত হামলাকারীদের আইনের আওতায় এনে যথাযথ বিচার দাবি করছি।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯