নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত আদেশ
পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পাওয়া মো. সারওয়ার আলম দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহে অবৈধ বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
জানা গেছে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে—
“সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা সমূহের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুন্ঠন ও পাচারের সাথে জড়িত রয়েছে। এ কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে।”
২৬ আগস্ট জেলা প্রশাসকের স্বাক্ষরিত এ আদেশ বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে আসে। বিষয়টি জেলা প্রশাসক নিজেও নিশ্চিত করেছেন।
সংক্ষেপে মূল নির্দেশনা:
★ অবৈধ বালু-পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ।
★ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
★ এ নিষেধাজ্ঞা সরকারি আদেশ হিসেবে কার্যকর।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯