পঞ্চখণ্ড আই ডেস্ক:
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার নাগরিক এম এস কারেন পেতুলা স্টাফেলকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৬ আগস্ট) গভীর রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি গোপন তথ্য আসে যে দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে ঢাকায় আসা এক যাত্রী মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
দিবাগত রাত আড়াইটার দিকে উড়োজাহাজটি অবতরণের পর যাত্রী পেতুলা স্টাফেলের লাগেজ স্ক্যান করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধার করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করে যে প্যাকেটগুলোতে কোকেন রয়েছে।
আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। সে গায়েনার নাগরিক।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯