গোলাপগঞ্জ সংবাদদাতা :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিম মদন গৌরী গ্রামে ২০টি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হাট-বাজার, অফিস-আদালতে যাতায়াত করতে না পেরে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাটা গাংগের পাড় সংলগ্ন ১৮ ফুট চওড়া এই রাস্তাটি ২০/২৫টি পরিবার ব্যবহার করে আসছিলেন। ২০২২ সালে সফর আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবাসী সাংবাদিক ফারুক আহমদের বাড়ির সামনে থেকে ইজ্জাদ আলীর বাড়ির পাশের মূল সড়ক পর্যন্ত রাস্তা এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কেটে জমির সাথে মিশিয়ে দেওয়া হয়। এ নিয়ে থানায় মামলা হলেও কোনো সুরাহা মেলেনি।
সর্বশেষ চলতি বছরের ২৮ মে গোলাপগঞ্জ মডেল থানায় (জিডি নং-১৩৮৯) প্রবাসী সাংবাদিক ফারুক আহমদের পক্ষে হিরন মিয়া একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে আব্দুল হান্নান, আব্দুল মান্নানসহ কয়েকজন রাস্তা কেটে দেওয়ার পাশাপাশি নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছেন এবং দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন। ফারুক আহমদ জানান, তিনি বিষয়টি আইন উপদেষ্টা, প্রবাসী ও কর্মসংস্থান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তার অভিযোগ, রাস্তার জমিটি একসময় বাধের জমি হিসেবে চিহ্নিত থাকলেও কৌশলে সেটেলমেন্ট জরিপকালে ব্যক্তির নামে রেকর্ড করিয়ে নেওয়া হয়েছে। ফলে জনস্বার্থে ব্যবহৃত রাস্তা আজ সম্পূর্ণ বিলুপ্তির মুখে।
ভুক্তভোগী পরিবারগুলো জানান, বিকল্প কোনো পথ না থাকায় তারা চরম মানবিক সংকটে পড়েছেন। জরুরি চিকিৎসা, শিক্ষা ও জীবিকার স্বার্থে রাস্তাটি পুনরুদ্ধার এবং স্থায়ী সমাধানের দাবি জানান তারা।
জনস্বার্থে রাস্তাটি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯