পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশের গ্রামীণ এলাকায় অভিনব প্রতারণার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। পণ্য ক্রয়ের নাম করে দোকানে ঢুকে প্রতারকরা ক্যাশ থেকে বান্ডেল টাকা নিয়ে সটকে পড়ছে। রবিবার একই দিনে পৃথক তিনটি ঘটনায় ১ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এতে ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, স্মার্ট পোশাক ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানে প্রবেশ করে পণ্য কেনেন এবং টাকা পরিশোধের ভান করেন। ভাংতি দেয়ার ফাঁকে প্রতারক ক্যাশ থেকে টাকার বান্ডেল হাতে নিয়ে নতুন নোট চাওয়ার অজুহাতে সেটি পকেটে ভরে নির্বিঘ্নে বেরিয়ে যান। একই ব্যক্তি মাত্র পাঁচ মিনিটের মধ্যে দক্ষিণ বাজারের দুটি প্রতিষ্ঠানে একই কায়দায় প্রতারণা চালান— একটি মুদি দোকান এবং মেসার্স আব্দুর রহমান দুধ ঘর। এছাড়া শহরের চাউল গলির আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানও একই চক্রের খপ্পরে পড়ে।
মেসার্স আব্দুর রহমান দুধ ঘরের মালিক আব্দুর রহমান বলেন, “প্রতারক কাপ দই কিনে ১ হাজার টাকার নোট দেয়। আমি ভাংতি দিতে টাকার বান্ডেল বের করলে নতুন নোট দেয়ার অনুরোধ জানায় এবং বান্ডেল নিয়েই বেরিয়ে যায়। মাথায় ক্যাপ থাকায় সিসিটিভিতে মুখ স্পষ্ট দেখা যায়নি।”
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান,
“প্রতারক চক্র শনাক্তে তদন্ত চলছে। ব্যবসায়ীদের আরও সতর্ক হতে হবে।”
ব্যবসায়ীদের প্রতি পঞ্চখণ্ড আই পোর্টালের অভিমত,
"প্রতারক সনাক্তকরণে অচেনা ক্রেতার প্রতি সতর্ক থাকুন, সিসিটিভি কার্যকর রাখুন ও সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানান।"
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯