পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারের আকাশ ভরিয়ে দিলেন জনপ্রিয় বাউল শিল্পী শামসেল হক চিশতি। গত শনিবার মধ্যরাত পর্যন্ত পৌরশহরের খ্যাতনামা সামাজিক সংগঠন গোলাবশাহ যুব সংঘ, কসবা-খাসা–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সঙ্গীত রজনীতে তিনি একে একে পরিবেশন করেন জনপ্রিয় সব গান— "যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে", "তুমরাও তাঁর মেহমান", "বেহায়া মনটা লইয়া", *"বলবোনাগো আর কোনদিন" সহ সময়ের আলোচিত গানগুলো। দর্শকের করতালি, উচ্ছ্বাস আর বৃষ্টিভেজা রাত—সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।
কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুরুতে অতিথিবৃন্দ কেক কাটেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছালেখ হোসেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির। হাজারো দর্শকের উপস্থিতিতে স্থানীয় বাউল শিল্পী পথিক রাজুর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়।
৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নানা প্রান্তে গান গেয়ে আসা চিশতি বাউল তাঁর পরিবেশনায় মুগ্ধ করেন সবাইকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, গোলাবশাহ যুব সংঘের উপদেষ্টা মছমন উদ্দিন আহমদ, শিক্ষক কবির আহমদ, এডভোকেট আবুল কাশেম, হুমায়ুন কবির আকিল, সাহাব উদ্দিন রানা, কবির আহমদ, কামাল হোসেন, কাওছার আহমদ শাবুল, সাবেক কাউন্সিলার সাহাব উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য মারুফ আহমদ, ছিদ্দিকুর রহমান, খায়রুল হাসান লিটন, শাহজাহান সিদ্দিক, উজ্জল আহমদ প্রমুখ।
কেক কাটার পর শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আরাফাত হোসেন, ক্রীড়া সম্পাদক জুবের আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শাকের আহমদ ও আমজাদ বিন হাসান।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯