পঞ্চখণ্ড আই প্রতিবেদক ;
মাত্র তিন বছরের মধ্যে রোগীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন বিয়ানীবাজারের তরুণ দন্ত চিকিৎসক ইমরান হুসেইন (শিপলু)। বর্তমানে তিনি ক্রেডেন্স ওরাল অ্যান্ড ডেন্টালের প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত এই ক্লিনিকে তিনি সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছেন।
ইমরান হুসেইন সিটি ডেন্টাল কলেজ, ঢাকা থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি অর্জন করেন। ২০১৯–২০২০ সেশনে ইন্টার্নশিপ সম্পন্নের পাশাপাশি ২০১৯ সালের ২১ জুন বেসিক ও অ্যাডভান্সড এন্ডোডন্টিক্স প্রশিক্ষণ গ্রহণ করেন। এর আগে ২০১৮ সাল থেকে প্রফেসর ড. মো. মুজিবুর রহমান হাওলাদারের তত্ত্বাবধানে ‘স্মাইল ডেন্টাল ক্লিনিকে’ কাজের অভিজ্ঞতা অর্জন করেন।
শিক্ষাজীবনে ইমরান হুসেইনের সাফল্যও উল্লেখযোগ্য—তিনি এইচএসসি (স্কলারশোম, ২০১১) পরীক্ষায় ৪.৯০ এবং এসএসসি (খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন, ২০০৯) পরীক্ষায় ৪.৮৮ জিপিএ অর্জন করেন।
তার জন্ম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আলিপুর গ্রামে। পিতা ইসহাক আলী ও মাতা রজিয়া সুলতানা। নানা মরহুম মুসাব্বির আলী ও নানী মরহুমা নেহার বিবি শ্রীধরা গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিকভাবে তারা এক ভাই এক বোন। একমাত্র বোন কলপনা বেগম বিবাহিত, যাঁর স্বামী মোঃ তারেক হাসান সুজন শিক্ষকতা পেশায় নিয়োজিত।
দাঁতের চিকিৎসায় ক্লিনিক্যাল প্র্যাকটিসে বিশেষ আগ্রহী ইমরান হুসেইন বলেন,
“আমার কাজের লক্ষ্য, আগ্রহ এবং স্বপ্নের সেরা সমন্বয় আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। রোগীদের সর্বোচ্চ সেবা দিতে এবং দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সর্বদা প্রস্তুত।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯