পঞ্চখণ্ড আই ডেস্ক :
২০২৩ সালের ১১ এপ্রিল একনেক সভায় অনুমোদিত সিলেট চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এ বিষয়ে গত ৭ আগস্ট বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপিও পেশ করা হয়েছে।
প্রায় ৪ হাজার ৩৯২ কোটি টাকা ব্যয়ে ৩৪ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কথা থাকলেও দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু হয়নি। এতে স্থানীয় জনগণ, যাত্রী ও পণ্য পরিবহন খাতে চরম ভোগান্তি দেখা দিয়েছে বলে সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।
এ প্রেক্ষিতে দ্রুত প্রকল্প বাস্তবায়নের করণীয় নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে হজরত শাহজালাল (র.) সেতুর উত্তর প্রান্তে গার্ডেন টাওয়ারের গার্ডেন-ইন রেস্তোরাঁয় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সমিতির সভাপতি ডা. এম. ফয়েজ আহমদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রকল্পের দ্রুত বাস্তবায়ন না হলে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় সংকট তৈরি হবে।” তারা সরকারের প্রতি অবিলম্বে কাজ শুরুর আহ্বান জানান এবং স্থানীয় জনগণ ও প্রবাসীদের মতবিনিময় সভায় যোগ দেওয়ার অনুরোধ করেন।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় সড়ককে চারলেনে উন্নীত করে ২টি সার্ভিসলেন, ৩টি সেতু, ৩১টি কালভার্ট, ১টি ফ্লাইওভার, ৪টি ফুট ওভারব্রিজ, ২টি আন্ডারপাস, ৬টি ওভারপাস, ৭টি ফুটপাথ ও ১টি টোলপ্লাজা নির্মাণের উল্লেখ রয়েছে। বিশেষ করে শেওলা সেতুর স্থলে ৬০ মিটার দীর্ঘ, ২১ মিটার প্রশস্ত ও ৪০ মিটার উঁচু একটি নতুন ব্রিজ স্থাপন এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯