পঞ্চখণ্ড আই প্রতিবেদন:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছেন আগামী ৫ অথবা ৮ আগস্ট। জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণের মাধ্যমে এই ঘোষণা আসতে পারে বলে নিশ্চিত করেছে একাধিক সরকারি সূত্র।
ভাষণের নির্দিষ্ট দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও ৫ আগস্টকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। কারণ এদিন ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। যদিও ৮ আগস্ট ছিল অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু, প্রধান উপদেষ্টা নিজে সে দিনটিকে ভাষণের জন্য কম গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে।
সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ৫ আগস্ট বিকেল ৫টায় 'জুলাই ঘোষণাপত্র' জনসমক্ষে প্রকাশের পর ভাষণ ও নির্বাচন সময়সূচি ঘোষণার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভাষণের পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক তপশিল ঘোষণার আহ্বান জানাবেন বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস জানিয়েছিলেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করা হবে।
তাঁর পূর্ববর্তী বক্তব্যে জানা যায়, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে—ফলে ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাবনা সবচেয়ে প্রবল।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯