পঞ্চখণ্ড আই ডেস্ক :
দেশজুড়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
রবিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রতি সংহতি প্রকাশ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করে। তবে শ্রম আইন অনুযায়ী পোশাক কারখানাগুলো নির্ধারিত উৎসব ছুটির বাইরে সাধারণ ছুটিতে বাধ্য নয়।”
তবুও বিজিএমইএ এক মানবিক অবস্থান থেকে বলেছে—
“শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”
উল্লেখ্য, ৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে শহীদদের স্মরণে বাংলাদেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। বিজিএমইএর এই উদ্যোগকে পোশাক শিল্পে সামাজিক দায়িত্ববোধের নজির হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯