নতুন সংবিধান, ইনসাফভিত্তিক অর্থনীতি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার
পঞ্চখণ্ড আই প্রতিবেদন:
‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ২৪ দফা রাজনৈতিক ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক জনসমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
তিনি বলেন,
“আমাদের দলের জন্ম, আমাদের শ্রম—সবই আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। এক বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছিলাম স্বৈরাচার বিরোধী সংগ্রামে, আজ আমরা ঘোষণা করছি আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার।”
২৪ দফা ইশতেহারে রয়েছে—
১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭. গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার
৮. স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজ
৯. সার্বজনীন স্বাস্থ্যসেবা
১০. জাতি গঠনে নতুন শিক্ষানীতি
১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২. ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা
১৩. নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন
১৪. ইনসাফভিত্তিক অর্থনীতি
১৫. তারুণ্য ও কর্মসংস্থান
১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন
১৭. টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা
১৮. শ্রমিক ও কৃষকের অধিকার
১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০. পরিবহন, নগরায়ণ ও আবাসন পরিকল্পনা
২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২. প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা
২৩. বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি
২৪. নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশল
নাহিদ ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন,
“ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করে দেশের ওপর নাগরিকদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এখন সময় এসেছে ২৪ দফাকে বাস্তবে রূপ দেওয়ার। আসুন, সকলে মিলে একটি মানবিক, গণতান্ত্রিক, সমানাধিকারের ‘সেকেন্ড রিপাবলিক’ গড়ি।”
অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯