পঞ্চখণ্ড আই প্রতিবেদন:
বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
রবিবার বিকেল ৩টার দিকে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত ছাত্রসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে।” এছাড়া তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিলে, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।”
ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সমাবেশে উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯