পঞ্চখণ্ড আই পোর্টাল সংবাদদাতা (এ.জে. লাভলু), বড়লেখা ❖
মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে নগদ টাকা, মোবাইল ফোন ও রুপার চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে সিলেটের টিকরপাড়া (পীরের বাজার) এলাকায় অভিযান চালিয়ে শাহপরান থানা পুলিশের সহযোগিতায় বড়লেখা থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মৃত চান মিয়ার ছেলে সেলিম আহমদ ওরফে অনিক ওরফে বটলা সেলিম (৩৫), এবং সিলেট জেলার শাহপরান থানার মীরমহল্লা এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সাকিব আহমদ (২৫)।
তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৯৯ হাজার ৫০০ টাকা, স্যামসাং স্মার্টফোন, একটি দা, এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বুধবার দুপুরে বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে আতাউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা চার ছিনতাইকারী তাদের গতিরোধ করে। গলায় দা ধরে সুহাদার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়, যাতে ছিল— নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরির রুপার চেইন ও জাতীয় পরিচয়পত্র।
ঘটনার দিনই বড়লেখা থানায় মামলা দায়ের হলে ওসি মাহবুবুর রহমান মোল্লার তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা পরিদর্শক হাবিবুর রহমান, এসআই রতন কুমার হালদার, এসআই সুব্রত চন্দ্র দাস ও অন্যান্য সদস্যদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়।
শনিবার (২ আগস্ট) বিকেলে ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে এবং পলাতক আরও দুই সহযোগীর নাম জানিয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে পুরো চক্রকে আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯