পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (২ আগস্ট)। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের জাফর মঞ্জিলে কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আকাদ্দস সিরাজুল ইসলাম ১৯২২ সালের ২২ নভেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন। ষাট দশকের অন্যতম কথাসাহিত্যিক হিসেবে খ্যাত তিনি ২০০০ সালের ২ আগস্ট ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন।
সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখা এই গুণী ব্যক্তির জীবদ্দশায় প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— নয়া দুনিয়া, নীরব নদী, পঞ্চবিংশতি, মাটির চেরাগ, সাবুর দুনিয়া, বন্দী জীবনের কিছু কথা, কারাগার থেকে বেরিয়ে, চালচিত্র এবং রাক্ষুসে বন্যা। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘মুক্তবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুর পর দুই খণ্ডে প্রকাশিত হয়েছে আকাদ্দস সিরাজুল ইসলামের সমগ্র রচনা। এছাড়াও, তাঁর স্মৃতিকে ঘিরে প্রকাশিত হয়েছে একটি স্মারকগ্রন্থ। নাগরী লিপি গবেষক মোস্তফা সেলিমের সম্পাদনায় ঢাকার স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘পাঠক সমাবেশ’ থেকে গত বছর প্রকাশিত হয়েছে সাপ্তাহিক ‘মুক্তবাংলা’র প্রতিলিপি সংস্করণ।
উল্লেখ্য, তিনি ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯