পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিরাজ করছিল চরম উত্তেজনা। ভয়াবহ দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানির পর, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত একটানা অবরুদ্ধ হয়ে ছিলেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আববার। সঙ্গে ছিলেন প্রেস সচিবও। শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভের মুখে কলেজ ভবনের ভেতরেই আটকে পড়েন তারা।
দুই দফা ফটক দিয়ে ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হন উপদেষ্টারা। দ্বিতীয়বার বের হওয়ার চেষ্টায় শিক্ষার্থীদের ইট-পাটকেলের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন তারা। এমনকি পুলিশ সদস্যরাও ওই ভবনের ভেতর ঢুকে অবরুদ্ধ হয়ে পড়েন।
পরে বিকেলে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে সরিয়ে উপদেষ্টাদের নিরাপদে বের করে নেয়ার উদ্যোগ নেওয়া হলেও সড়কে শিক্ষার্থীদের অবরোধের কারণে সেটিও সম্ভব হয়নি। ফলে তারা আবার ভবনে ফিরে যেতে বাধ্য হন।
শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত উপস্থিতির মাধ্যমে উপদেষ্টাদের বের করে আনা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেন উত্তরা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মুহিদুল ইসলাম।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (FT-7 BGI) নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই ঘটনায় পাইলটসহ মোট ৩১ জন নিহত হন। ঘটনার পর থেকেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
ঘটনার পর থেকে কলেজ প্রাঙ্গণ ছিল বিক্ষোভরত শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর উত্তেজনাপূর্ণ নিয়ন্ত্রণে। তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯