নিজস্ব প্রতিবেদক, পঞ্চখণ্ড আই |
বিয়ানীবাজার পৌর শহরে অবস্থিত সরকারি পুকুরসমূহ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করার দাবিতে বিয়ানীবাজার গণঅধিকার ফোরাম একটি স্মারকলিপি প্রদান করেছে।
১৩ জুলাই ২০২৫, শনিবার—গণঅধিকার ফোরামের একটি প্রতিনিধি দল বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার পৌর এলাকার দক্ষিণ বাজার ও আশপাশের অঞ্চলে সরকারি নামে অন্তর্ভুক্ত একাধিক পুকুর রয়েছে, যেগুলো এক সময় সাধারণ মানুষের পানির প্রয়োজন মেটাতে ব্যবহৃত হতো। বর্তমানে এসব পুকুরের অনেক অংশ দখল ও বর্জ্য দূষণে আক্রান্ত হয়ে জনস্বার্থে পরিত্যক্ত হয়ে পড়েছে। বিশেষ করে দক্ষিণ বাজার পাড়ার পুকুরটির দক্ষিণ পাশ অবৈধ দখলের ফলে সংকুচিত হয়ে পড়েছে এবং পশ্চিম পাশে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে।
গণঅধিকার ফোরামের পক্ষ থেকে তিনটি দাবির ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়—
এ প্রসঙ্গে গণঅধিকার ফোরামের আহ্বায়ক মো. মোস্তফা উদ্দিন বলেন, “এই শহরের পরিবেশ রক্ষা ও পানি সংকট নিরসনে পুকুরগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া সময়ের দাবি। সরকারি পুকুর জনগণের সম্পদ, কোনো ব্যক্তির নয়।”
এ সময় সংগঠনের সদস্যসচিব মো. আব্দুল হামিদও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে গণঅধিকার ফোরাম আশাবাদ ব্যক্ত করেছে, স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ যথাযথ গুরুত্ব দিয়ে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯