-Π আতাউর রহমান
এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে নানা প্রত্যাশা ও উদ্বেগের মাঝে। কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলে যে চিত্র উঠে এসেছে, তা আমাদেরকে এক গভীর চিন্তার জায়গায় নিয়ে যায়। পাসের হার কমেছে ৪.৭৮ শতাংশ, জিপিএ-৫ অর্ধেকে নেমে এসেছে; ২০২৪ সালের তুলনায় এবারের সংখ্যা ১ হাজার ৮৫৭টি কম। অথচ এই অঞ্চলটির শিক্ষা-ইতিহাস ও সামগ্রিক অগ্রযাত্রা ছিল বরাবরই গর্বের। প্রশ্ন হচ্ছে—এই পতনের কারণ কী?
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর ব্যাখ্যা অনুযায়ী, সবচেয়ে বড় সংকট দুটো বিষয়ের—গণিত ও ইংরেজি। গণিতে ফেল করেছে ১৬.৮৩ শতাংশ শিক্ষার্থী, ইংরেজিতে ফেলের হার ১০-১২ শতাংশ। এই দুই বিষয়ে দুর্বলতা গোটা ফলাফলে বিরূপ প্রভাব ফেলেছে। বাস্তবতা হলো, আমাদের গ্রামীণ ও দুর্গম হাওরাঞ্চলের অনেক স্কুলেই এসব বিষয়ের মানসম্পন্ন শিক্ষক নেই। শিক্ষার্থীরা কোচিং নির্ভর হয়ে পড়ছে, যা সুশৃঙ্খল পাঠদানের বিকল্প হতে পারে না।
অন্যদিকে, "জুলাই অভ্যুত্থান"—অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, ও নিয়মিত পাঠদান বিঘ্নিত হওয়াও ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। সারাদেশেই এ বছরের গড় পাসের হার কমেছে, তবে প্রশ্ন থেকে যায়—আমরা কি এই বাস্তবতাকে আগেভাগেই মোকাবিলার প্রস্তুতি নিতে পারিনি?
বিভাগভিত্তিক ফলাফলেও রয়েছে একটি বার্তা। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ ভালো করলেও মানবিক বিভাগে পাসের হার ৬৪.৭১ শতাংশ এবং জিপিএ-৫ মাত্র ১০৯টি। এটি শিক্ষাক্রমের ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয় না তো?
এবার একটি ইতিবাচক দিকও লক্ষণীয়—৯৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রতিষ্ঠান 'শূন্য পাস' হয়নি। সাতটি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। এটি দেখায়, সম্ভাবনা এখনো জীবন্ত। তবে সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হলে আমাদের একগুচ্ছ কার্যকর পদক্ষেপ নিতে হবে:
সবশেষে, এ বছর ছেলে শিক্ষার্থীরা সামান্য এগিয়ে থাকলেও সামগ্রিক পাসের হার ছেলেদের ৬৮.৬২% এবং মেয়েদের ৬৮.৫৪%—যা প্রায় সমান। এটি নারী শিক্ষার অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত।
একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় তার শিক্ষার মান দিয়ে। সিলেট বোর্ডের এবারের এসএসসি ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—শুধু ফলাফল নয়, আমাদের শিক্ষাব্যবস্থার শেকড়ে কাঠামোগত দুর্বলতা আছে। এখনই যদি এই দুর্বলতাগুলো চিহ্নিত করে সমাধানে এগিয়ে না যাই, তবে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি ঠেকানো কঠিন হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯