নিজস্ব প্রতিবেদক, পঞ্চখণ্ড আই পোর্টাল:
এসএসসি ২০২৫ পরীক্ষায় বিয়ানীবাজার-১ কেন্দ্রে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন কৃতী শিক্ষার্থীকে পঞ্চখণ্ড আই পোর্টালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষাবিদ, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পঞ্চখণ্ড আই পোর্টালের সম্পাদক আতাউর রহমান।
তিনি বিবৃতিতে বলেছেন, এই সাফল্য শুধুই ব্যক্তিগত নয়—এটি পরিবারের, শিক্ষাপ্রতিষ্ঠানের এবং পুরো সমাজের গৌরব। কঠোর অধ্যবসায়, শিক্ষক ও অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা, এবং নৈতিক শৃঙ্খলার ওপর ভর করে শিক্ষার্থীরস এই অর্জন ছিনিয়ে এনেছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিয়ানীবাজার কেন্দ্র-১ এর অধীনে মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কেন্দ্রভিত্তিক মোট পরীক্ষার্থী ছিল ১৫৬৮ জন, যার মধ্যে পাশ করেছে ১২৭৪ জন এবং অকৃতকার্য হয়েছে ২৯৪ জন। এর মধ্যে ৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সাক্ষর রেখেছে।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ৩৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন ২৪ জন, পঞ্চখণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় ৯ জন, দাসউরা উচ্চ বিদ্যালয় ৫ জন ও ঘুঙাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ২জন শিক্ষার্থীরা।
এছাড়া বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়, নালবহর উচ্চ বিদ্যালয়, মাথিউরা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়, দি নিউ জেনারেল হাইস্কুল, বিয়ানীবাজার জামেয়া উচ্চ বিদ্যালয় — এসব প্রতিষ্ঠান থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শিক্ষার্থীদের এই অর্জন নিঃসন্দেহে শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিঃস্বার্থ প্রচেষ্টা এবং অভিভাবকদের অব্যাহত তত্ত্বাবধানের সম্মিলিত ফসল। আমি বিশ্বাস করি, এ সাফল্য শিক্ষার আলো আরও ছড়িয়ে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বিবৃতিতে শিক্ষাবিদ আতাউর রহমান আরও বলেন,বিশেষ করে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, পঞ্চখণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়, দাসউরা উচ্চ বিদ্যালয় ও ঘুঙাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের এ উজ্জ্বল ফলাফল তাদের প্রাতিষ্ঠানিক ঐতিহ্যের গর্ব বাড়িয়েছে।
একই সাথে সকল সফল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি তিনি আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯