উপসম্পাদকীয় কলাম | পঞ্চখণ্ড আই.কম
✍️ আতাউর রহমান
প্রবাস জীবনের বৈচিত্র্য, অভিজ্ঞতা আর দৃঢ় প্রত্যয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একাধারে আইনজীবী, সংগঠক ও সমাজসেবক হিসেবে—এমনই একজন নাম ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী। কিন্তু তাঁর পরিচয় এখানেই থেমে থাকে না। শিকড়ের টানে বারবার ফিরে আসেন বিয়ানীবাজারের মানুষের কাছে, চারখাইয়ের সরল মাটির গন্ধে। সাধারণ মানুষের ভেতর তাঁকে ঘিরে জন্ম নিচ্ছে এক সম্ভাবনার স্বপ্ন—একজন পরিশীলিত, আধুনিক ও যোগ্য নেতৃত্বের স্বপ্ন।
১৯৭৫ সালের নভেম্বর মাসে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আদিনাবাদ গ্রামে জন্ম নেন আবুল কালাম চৌধুরী। শিক্ষাজীবনের গোড়াপত্তন চারখাইয়ের হাজি আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পরে তিনি পড়াশোনা করেন খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, পিএইচজি হাই স্কুল, বিয়ানীবাজার কলেজ এবং এমসি কলেজে। এখানেই গড়ে ওঠে তাঁর নেতৃত্বের বীজ। কলেজ জীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়া, বিজ্ঞান প্রতিনিধি নির্বাচিত হওয়া এবং সিলেট কলেজে জিএস পদে নির্বাচন করার মতো সাহসী পদক্ষেপ তাঁকে এক সক্রিয় ছাত্রনেতায় পরিণত করে।
আইনের প্রতি প্রবল আগ্রহ থেকেই যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানেই তিনি গড়ে তোলেন তাঁর পেশাগত ভিত্তি। ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনে এলএলবি (অনার্স), লিংকনস ইন থেকে বার-এট-ল পাস এবং পরবর্তীতে সলিসিটার হিসেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের আইন প্রতিষ্ঠান KC Solicitors।
তবে ব্যারিস্টার কালাম চৌধুরী কেবল আইনজীবী নন—তিনি একজন সংগঠক, চিন্তাবিদ এবং সমাজের প্রতি দায়বদ্ধ নাগরিক। যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে তাঁর ভূমিকা, ব্রিটিশ বাংলাদেশি পেশাজীবী সংগঠনের নেতৃত্ব এবং সামাজিক সংগঠনে অংশগ্রহণ তাঁকে রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান ও সংগঠক হিসেবে পরিচিত করেছে।
প্রশ্ন উঠতেই পারে—এতো কিছু পেরিয়ে একজন প্রবাসী কেন ফিরে তাকান নিজের মাটির দিকে? তার উত্তরে হয়তো এই কথাটিই যথাযথ—"যে মাটিতে শিকড়, সে মাটি কখনো বিস্মৃত হয় না।"
চারখাই, আদিনাবাদ ও বিয়ানীবাজারের মানুষ আজ তাঁর মধ্যে নতুন দিনের সম্ভাবনা খোঁজে। একজন শিক্ষিত, দক্ষ, পরিশীলিত এবং আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ মানুষ যখন জনসেবার মানসে এগিয়ে আসেন, তখন সেই নেতৃত্ব শুধু প্রয়োজনীয়ই নয়—সময়োপযোগীও।
ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী কোনো জাঁকজমকপূর্ণ প্রচার নয়, বরং কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাচ্ছেন। শেকড়ের কাছে দায়বদ্ধ এই মানুষটির পথচলা যদি গন্তব্যে পৌঁছে, তাহলে বিয়ানীবাজার তথা বৃহত্তর সিলেট অঞ্চলের জন্য তা হতে পারে এক ইতিবাচক অধ্যায়ের সূচনা।
শেষ কথা:
নেতৃত্ব শুধু পদ নয়, তা একটি দায়বোধ। আর এই দায়বোধই একজন ব্যারিস্টারকে মানুষ ও মাটির কাছাকাছি নিয়ে এসেছে। তাঁর সামনে এখন সম্ভাবনার দুয়ার, আর সমাজের সামনে একজন আলোকিত নেতার উন্মোচিত সম্ভাবনা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯