পঞ্চখণ্ড আই ডেস্ক :
পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিস ও সামাজিক বনায়ন কেন্দ্রের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে ছয় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ইউএনও বলেন, "সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে আমরাও বাঁচব। এই উদ্যোগ শিক্ষার্থীসহ সবার মাঝে পরিবেশ সচেতনতা বাড়াবে বলে আশা করছি।"
কৃষি কর্মকর্তা লোকমান হেকিম জানান, ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন অঞ্চলের উপকারভোগী কৃষক ও শিক্ষার্থীদের মাঝে কাঠাল, নিম, তাল, আম, জাম ও বেল জাতীয় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এদিকে, উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদ এবং মুড়িয়া ইউনিয়নের বসুন্ধরা জনকল্যাণ সংস্থা সক্রিয়ভাবে অংশ নেয়। সূচনা পরিষদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান এবং বসুন্ধরা জনকল্যাণ সংস্থার সভাপতি এবাদুর রহমানের সমন্বয়ে বিয়ানীবাজার-সারপার সড়কের মাঝামাঝি স্থানে তাল গাছের চারা রোপণ করা হয়।
এছাড়া, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পৃথক এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।
মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন তাল গাছের চারা রোপণকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় এটি একটি চমৎকার ও কার্যকর উদ্যোগ। সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯