পঞ্চখণ্ড আই ডেস্ক :
গত সরকারের পতনের প্রাক্কালে ৩ আগস্ট ছিল রাজনৈতিক অঙ্গনে একটি নির্ণায়ক দিন—এমন তথ্য উঠে এসেছে বিশ্বস্ত দলীয় ও পারিবারিক সূত্র থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকটজনদের উদ্দেশে সেদিন একটি মৌখিক বার্তা দেন: "পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে।"
বিশ্বস্ত একটি সূত্র জানায়, অস্ট্রেলিয়ায় অবস্থানকারী বঙ্গবন্ধু পরিবারের এক সদস্যের মাধ্যমে জানা যায়, শেখ হাসিনা নিজেই উপলব্ধি করেছিলেন যে তার সরকার টিকবে না। এ উপলব্ধির ভিত্তিতে তিনি নিজের পরিবারের সিনিয়র সদস্যদের সঙ্গে আলাদা করে আলোচনা করেন এবং বার্তা পৌঁছে দিতে বলেন সকল ঘনিষ্ঠদের মাঝে।
সেই নির্দেশের পরপরই, ৩ আগস্ট থেকেই শুরু হয় আওয়ামী পরিবারের সদস্যদের দেশত্যাগের প্রক্রিয়া। দলীয় এক সাবেক এমপি দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও ওই দিন সিঙ্গাপুর থেকে দেশে ফিরেই পরিস্থিতি বুঝে আবার ফিরতি ফ্লাইটে চলে যান।
একই দিনে, নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে সশস্ত্র বাহিনীর প্রধানগণ পরিস্থিতি ব্যাখ্যা করে জানান, ছাত্র ও জনতার দাবির মুখে তারা সরকারের পক্ষে কঠোর অবস্থান নিতে পারবেন না। এক পর্যায়ে শেখ হাসিনাকে পরোক্ষভাবে পদত্যাগের অনুরোধও জানানো হয়।
পুলিশের ওপর ভরসা থাকা সত্ত্বেও ছাত্র-জনতার আন্দোলনের লাগামহীন গতিপ্রবাহের মুখে শেখ হাসিনা দৃঢ়ভাবে উপলব্ধি করেন, পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এরপরই ঘনিষ্ঠদের মোবাইল মেসেজে দেশ ছাড়ার বার্তা পাঠান তিনি।
অস্ট্রেলিয়ায় অবস্থানরত দলের এক প্রভাবশালী সাবেক এমপি জানান, শেখ হাসিনা ’৭৫-এর ১৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় উদ্বিগ্ন ছিলেন। সেই আতঙ্ক থেকেই দ্রুত সিদ্ধান্তে পৌঁছান এবং নিজেকে ও স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন।
এছাড়া, বরিশালে দলীয় নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, একজন আলোচিত নেতা তার গ্রেফতার না হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন উপদেষ্টা হাসান আরিফের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতার কারণেই।
পটপরিবর্তনের এই নাটকীয় প্রেক্ষাপটে ৩ আগস্ট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। উৎস: খবরের কাগজ।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯