পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার পথে কামরুল হককে ইমিগ্রেশন পুলিশের প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিয়ানীবাজার থানায় পূর্বে দায়েরকৃত একটি মামলার তথ্য ওঠে আসায়, তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আটককৃত কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। তিনি পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী।
তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, ঢাকাস্থ ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯