পঞ্চখণ্ড আই ডেস্ক :
দেশের মাদরাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, “মাদরাসাগুলো অনেকটা চোখের আড়ালে থেকে যায়। সেখানকার ঘটনাগুলো আমাদের কাছে আসে না। অথচ অনেক শিশু সেখানে নানা ধরনের যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এতে তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। অভিভাবকরা অনেক সময় এই বিষয়ে সচেতন নন। মাদরাসা কর্তৃপক্ষ স্বীকার করছে কিনা জানি না, তবে ঘটনা তো সামনে আসছেই।”
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ আরও বলেন, “এসব বন্ধ করতে স্কুল-মাদরাসায় মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সরাসরি যাবেন। তাদের জবাবদিহির আওতায় আনতে হবে—এটাই আমার দাবি।”
তিনি বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি যেন এক মহামারিতে রূপ নিয়েছে। এই অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। এর পেছনে রাজনীতি, মাদক, মোবাইল আসক্তি ও পর্ণগ্রাফির মতো কারণ জড়িত। এজন্য সরকার নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে বলে তিনি জানান।
২০ থেকে ২৯ জুনের মধ্যে ২৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “একজন ষাট বছরের বৃদ্ধ পর্যন্ত শিশুকে ধর্ষণ করেছে! আমরা তো ধর্মভীরু মানুষ, ধর্মবিরোধী তো নই। তাহলে এ ধরনের অপরাধ কীভাবে সম্ভব?”
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এমন অবস্থায় এসে আমি এখন এদের মৃত্যুদণ্ডের পক্ষেই। যদিও আমি মানবাধিকার কর্মী, তবুও এমন অপরাধে সহনশীলতা দেখানো সম্ভব নয়।”
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এখন পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, “সব অভিযোগ সমাধানের মতো আমাদের সক্ষমতা নেই। তবে যেগুলো অগ্রাধিকারযোগ্য ও জনগুরুত্বপূর্ণ, সেগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। এর মধ্যে শতাধিক নারীকে কাউন্সেলিং, আইনি সহায়তা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে।”
তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বছরব্যাপী কার্যক্রম নেওয়া হবে। পাশাপাশি “২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছাবে—এমন ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”
সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইউএনও-কে প্রধান করে একটি কুইক রেসপন্স টিম কাজ শুরু করেছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “এ ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া উচিত।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯