আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা
পঞ্চখণ্ড আই ডেস্ক :
দেশের সকল সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে সাধারণ ছুটিসহ পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া, ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিবস দু’টি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব স্কুল-কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রাসঙ্গিক কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ‘নতুন বাংলাদেশ দিবস’ (৮ আগস্ট) পালন নিয়ে বিতর্কের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ দিবসটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রেক্ষাপটে অনেকেই নতুন দুটি দিবস পালনের উদ্যোগকে ইতিহাসের প্রতি সম্মান জানানোর প্রয়াস হিসেবে দেখছেন। তবে জাতীয় ঐকমত্য ও ঐতিহাসিক ভিত্তি নিয়ে কিছু প্রশ্নও উঠছে।
এ বিষয়ে মাউশির পক্ষ থেকে বলা হয়েছে, “দিবস উদযাপন প্রসঙ্গে কোনো বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধিই এই নির্দেশনার মূল লক্ষ্য।”
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯