পঞ্চখণ্ড আই ডেস্ক :
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আলী রীয়াজ বলেন, আলোচনার মূল বিষয় ছিল—নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর মধ্যে প্রথম দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি ও সুস্পষ্ট ঐকমত্য গড়ে উঠেছে।
তিনি জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য সংবিধানের ১১৯(১)(ঘ) অনুচ্ছেদে সংশোধন এনে একটি কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এ কমিটি গঠনে ২০২৫ সালে সংশোধিত ‘নির্বাচনী আসন পুনর্নির্ধারণ আইন ২০২১’ অনুযায়ী সুনির্দিষ্ট আইন প্রণয়নের কথাও বলা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিন্ন মত রয়েছে। সরকার ব্যবস্থার সময়সীমা নিয়ে ৯০ দিন ও ১২০ দিনের দুটি সুপারিশ আলোচনায় এসেছে। এছাড়া প্রধান উপদেষ্টা মনোনয়নের পদ্ধতি নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, আলোচনা যদি এ ধারা বজায় থাকে, তাহলে জুলাই মাসের মধ্যেই একটি 'জুলাই সনদ' ঘোষণা করা সম্ভব হবে, যা নির্বাচনী ও সাংবিধানিক সংস্কারে একটি ঐতিহাসিক মাইলফলক হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯