পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার পৌরশহরে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) বিকেলে পৌরশহরের ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রাটি শুরু হয়ে বাসুদেব মন্দির ঘুরে আবার ইসকন মন্দিরে এসে শেষ হয়।
উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সের হাজারো ভক্ত। সুসজ্জিত রথটি বাদ্যযন্ত্রের তালে তালে টেনে নিয়ে যান সনাতন ধর্মাবলম্বীরা। এতে এক মনোমুগ্ধকর ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয় শহরের প্রধান সড়কজুড়ে। রথযাত্রা চলাকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, রথযাত্রা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি সব ধরনের অশুভ শক্তিকে বিদায় দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এ উৎসবের মাধ্যমে সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে সহাবস্থানের এক অনন্য মেলবন্ধন গড়ে ওঠে।
রথযাত্রা নির্বিঘ্ন করতে বিয়ানীবাজার থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯